বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১, ০১:২৭:৪১

যে আট জিনিস এবছর গুগলে বেশি বেশি খোঁজা হয়েছে

যে আট জিনিস এবছর গুগলে বেশি বেশি খোঁজা হয়েছে

আর মাত্র কয়েকটা দিন পর শেষ হচ্ছে ২০২১ সাল, শুরু হবে নতুন একটা বছর। সারা দুনিয়ার মানুষ প্রস্তুতি নিচ্ছে ২০২২ সালকে সাদরে গ্রহণ করতে। আর এমন অবস্থায় অনেকের মনে প্রশ্ন জাগা স্বাভাবিক, গেল বৎসর গুগলে সবচেয়ে বেশি কী খোঁজা হয়েছে?

করোনা পরীক্ষা: ২০২১ সালের শেষেও বিশ্ববাসী করোনার উদ্বেগ কাটিয়ে উঠতে পারেনি। ভয়ংকর ডে’ল্টার পর এখন বিশ্ব থরথর করছে ওমিক্র’নে। এ পরিস্থিতিতে জ্বর, সর্দি-কাশি হলেই করোনা পরীক্ষা করছেন অনেকে। বাড়ির কাছাকাছি কোথায় করোনার পরীক্ষার বুথ আছে, সেটাই বেশি অনলাইনে খুঁজছে মানুষ।

অক্সিজেন সিলিন্ডার: ভারতসহ বিভিন্ন দেশে অক্সিজেন সিলিন্ডারের জন্য হাহাকার লেগেই ছিল। অসংখ্য মানুষ অক্সিজেন সিলিন্ডার লিখেও গুগলে সার্চ দিয়েছেন।

খাদ্য সরবরাহ: অনলাইনে ফুড ডেলিভারি বেশ জনপ্রিয়তা পেয়েছে। বিশেষ করে ক’রোনাকা’লে যখন মানুষ বাসায়, তখন ফুড ডেলিভারিও বেশি খোঁজা হয়েছে।

করোনা হাসপাতাল: করোনা ডেডিকেটেড হাসপাতালও গুগল সার্চের শীর্ষে রয়েছে। ২০২১ সালজুড়ে ইন্টারনেটে কাছাকাছি করো’না হাসপাতা’ল খোঁজার চেষ্টা করেছে মানুষ।

রেস্তোরাঁ: লকডাউন শেষ হওয়ার পরই মানুষ গুগলে সার্চ করতে শুরু করেছে, বাড়ির আশপাশে কোথায় কোথায় ভালো রেস্তোরাঁ আছে।

সিটি স্ক্যান: চলতি বছর ইন্টারনেটে অনেককেই দেখা গিয়েছে সিটি স্ক্যান বাড়ির কাছাকাছি কোথায় আছে, সেটা খুঁজতে।

গাড়ির প্রশিক্ষণ স্কুল: বাড়ির কাছে গাড়ি প্রশিক্ষণ স্কুল খুঁজেছে অসংখ্য মানুষ।

ফাসট্যাগ: ফাসট্যাগ হলো গাড়ির সামনে লাগানো থাকা একধরনের বারকোড। ওটা গাড়ির মালিকের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিংক থাকে। কোড স্ক্যান করে সরাসরি অ্যাকাউন্ট থেকে টোল কেটে নেয়া হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে