বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১, ০৯:১১:৫২

আমাদের সন্দেহ মেজর জিয়া এখন দেশের বাইরে : র‌্যাব

আমাদের সন্দেহ মেজর জিয়া এখন দেশের বাইরে : র‌্যাব

নিউজ ডেস্ক : সেনাবাহিনী থেকে বহিষ্কৃত মেজর সৈয়দ জিয়াউল হক ওরফে মেজর জিয়া এ মুহূর্তে কোথায় রয়েছেন তা নিশ্চিত নয়। এর আগে বিভিন্ন সময় তথ্য ছিল মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মেজর জিয়া দেশে আছেন, পরবর্তীতে আমরা গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করি। আমরা সন্দেহ করছি, তিনি এখন দেশের বাইরে রয়েছেন। 

আজ বুধবার দুপুরে কারওয়ান বাজারস্থ র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন র‍্যাব এর মুখপাত্র খন্দকার আল মঈন। র‍্যাব এর মুখপাত্র খন্দকার আল মঈন বলেন, অভিজিৎ হত্যাকাণ্ডের পরে মেজর জিয়াকে বিভিন্নভাবে খোঁজ করার জন্য র‍্যাব কাজ করেছে। সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সঙ্গে মেজর জিয়ার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এই মাধ্যমেও তাকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে র‍্যাব। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে