ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, এখন দেশে চরম বৈষম্য চলছে। যা অতীতের সব ইতিহাসকে ম্লান করে দিয়েছে। মানুষ এখনো স্বাধীন নয়। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত হয়নি। নাগরিক অধিকার ও ভোটাধিকার খর্ব করা হয়েছে।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর এই সময়েও এদেশের মানুষ তাদের মৌলিক অধিকার, ভোটাধিকার ও বাকস্বাধীনতা থেকে বঞ্চিত। এটা স্বাধীনতার চেতনার পরিপন্থী। মানুষের মৌলিক ও মানবাধিকার প্রতিষ্ঠায় আবারো মুক্তিযুদ্ধ করতে হবে।
বৃহস্পতিবার রাজধানীর পুরানা পল্টনের আইএবি মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।