শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১, ১২:০৫:৪৫

হঠাৎ মাথা ঘুরে পড়ে যান বিএনপি নেতা আমানউল্লাহ আমান

হঠাৎ মাথা ঘুরে পড়ে যান বিএনপি নেতা আমানউল্লাহ আমান

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্‌বায়ক আমানউল্লাহ আমান হাসপাতালে ভর্তি হয়েছেন। হৃদরোগ ও উচ্চ রক্তচাপসহ বেশ কয়েকটি রোগে আক্রান্ত ডাকসুর এই সাবেক ভিপি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে প্রফেসর ডা. হাসান শাহরিয়ারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর হৃদরোগের বিষয়টি দেখছেন কার্ডিওলজিস্ট প্রফেসর শাহাবুদ্দিন তালুকদার। অন্যান্য বিষয়গুলো দেখছেন প্রফেসর ডা. এফ এম সিদ্দিকী। 

চিকিৎসকরা তাঁকে কথা বলতে নিষেধ করেছেন। গত রবিবার বিজয় র‌্যালি শেষে বাড়ি ফেরার পথে তিনি হঠাৎ মাথা ঘুরে পড়ে যান। বাসায় গিয়ে অসুস্থ হয়ে পড়েন। পরদিন সকালে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। আমানউল্লাহ আমানের পরিবারের পক্ষ থেকে তাঁর সুস্থতা কামনায় সবার দোয়া চাওয়া হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে