শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১, ০৮:১৭:০৭

শ্বাসনালী পুুড়ে যাওয়া আরো ৫ জনের অবস্থা আশঙ্কাজনক, এ পর্যন্ত ৪০ জনের মৃত্যু

শ্বাসনালী পুুড়ে যাওয়া আরো ৫ জনের অবস্থা আশঙ্কাজনক, এ পর্যন্ত ৪০ জনের মৃত্যু

ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ৪০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়াও আহত হয়েছেন ৭৬ জন। তাদের মধ্যে দ্বগ্ধ পাঁচজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বার্ন ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন জানান, এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে দ্বগ্ধদের মধ্যে পাঁচজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক। তাদের শ্বাসনালী পুুড়ে গেছে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে প্রায় ৪০০ যাত্রী নিয়ে লঞ্চটি সদরঘাট থেকে ছেড়ে যায়। চাঁদপুর ও বরিশাল টার্মিনালে লঞ্চটি থামে এবং যাত্রী ওঠানামা করেন। ঝালকাঠির সুগন্ধা নদীতে পৌঁছলে রাত ৩টার দিকে এতে আগুন ধরে এ হতাহতের ঘটনা ঘটে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে