ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী ‘এমভি অভিযান-১০’ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনার সময় মৃত্যুর মুখ থেকে প্রাণে ফিরে এসেছে একই পরিবারের তিনজন। মা মাধবী কর্মকার, ছেলে শুভ কর্মকার (২৫) ও মেয়ে দেবস্মিতা (১৬)।
জানা গেছে, একই পরিবারের তিনজন অভিযান-১০ লঞ্চের দোতলার কেবিনের যাত্রী ছিল। যাত্রীদের চিৎকারে ঘুম ভাঙে মেয়ে দেবস্মিতার। তারপর সে মা ও ভাইকে ঘুম থেকে ডেকে তোলে। পরে শুভ কেবিনের দরজা খুলেই নিচতলায় ইঞ্জিন রুমের ভেতর আগুন জ্বলতে দেখে। এ সময় তারা পানিতে লাফ দেওয়ার সিদ্ধান্ত নেয়।
এদিকে মা মাধবী কর্মকার ও ছেলে সাঁতার জানলেও জানত না দেবস্মিতা। বুদ্ধি খাটিয়ে এ জন্য মেয়ের হাতে একটা কাপড়ের পুঁটলি দেওয়া হয়। পরে অনেক কষ্টে সাঁতরে কূলে ফেরেন মা, মেয়ে ও ছেলে। শুভ্র ও দেবস্মিতার বাবা পাথরঘাটা প্রেসক্লাবের সিনিয়র সদস্য বিনয় ভূষণ কর্মকার। তিনি এ সময় তাদের সঙ্গে ছিলেন না।