রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১, ০২:৪৪:১৪

হাড় ও ছাইয়ের মধ্যে স্ত্রী ও দুই মেয়েকে খুঁজছেন সুমন

হাড় ও ছাইয়ের মধ্যে স্ত্রী ও দুই মেয়েকে খুঁজছেন সুমন

লঞ্চের সবখানে ছড়িয়ে রয়েছে পুড়ে যাওয়া আসবাব, কাপড়, বিভিন্ন প্রকারের ফল, খাবার, ইলেকট্রনিক সরঞ্জাম, শিশুদের খেলনা। কেবিনগুলোতে সব সরঞ্জাম, আসবাবের সঙ্গে ছাই হয়ে মিশে একাকার হয়ে গেছে মৃ'তদেহ। ভ'স্ম হওয়া হা'ড়গুলো কেবল মাঝেমধ্যে আলাদা করে চেনা যাচ্ছিল।

লঞ্চের ছাদের এ রকম একটি কেবিনে হাড় ও ছাইয়ের মধ্যে স্ত্রী ও দুই মেয়েকে খুঁজে ফিরছিলেন সুমন হোসেন সরদার। সেখানে অন্য মানুষ দেখামাত্রই হাউমাউ করে কেঁদে দেখাচ্ছিলেন, ওখানেই ছিল তাঁর স্ত্রী তাসলিমা আক্তার (৩২), মেয়ে সুমাইয়া আক্তার (১৫) ও সুমনা আক্তার (১২)। তারা নিখোঁ'জ।

সুমন হোসেনের বাড়ি বরগুনা সদরের মোল্লার ঠুসি গ্রামে। তিনি ঢাকার ডেমরায় থাকেন। পেশায় অটোরিকশা ব্যবসায়ী। সুমন গ্রামেই অবস্থান করছিলেন। গ্রামে তিনি নতুন বাড়ি করেছেন। নতুন ওই বাড়িতে ওঠার জন্য গতকাল শনিবার মিলাদ হওয়ার কথা ছিল। এ জন্য সুমনের দুই ভাইয়ের সঙ্গে ঢাকা থেকে রওনা দিয়েছিলেন তাঁর স্ত্রী ও দুই মেয়ে এবং শ্যালকের ছেলে জোনায়েত ইসলাম বায়েজিদ (৭)। সুমনের দুই ভাই লঞ্চ থেকে লাফিয়ে পানিতে পড়ে বেেঁচ গেছেন। নিখোঁজ রয়েছে ওই চারজন।

লঞ্চের দোতলার পেছনে যাওয়ামাত্রই সুমন একটি কক্ষে পড়ে থাকা মানুষের পোড়া হাড় দেখিয়ে বলেন, ‘ওখানেই ওরা চারজন ছিল। কাউকে পাচ্ছি না। মেয়েদের বড়ই শখ ছিল, লঞ্চে চড়ে বাড়ি যাবে। নতুন ঘরে উঠবে। লঞ্চে ঠিকই চড়েছে, কিন্তু বাড়ি আর যেতে পারল না।’ বলেই কান্নায় ভে'ঙে পড়েন সুমন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে