রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১, ০৯:৫৮:৪৯

নাতীর হাত ধরে ভোট কেন্দ্রে ৯৯ বছর বয়সী শ্যামলা খাতুন

নাতীর হাত ধরে ভোট কেন্দ্রে ৯৯ বছর বয়সী শ্যামলা খাতুন

বয়সের ভারে নুয়ে পড়েছেন ৯৯ বছর বয়সের বৃদ্ধা শ্যামলা খাতুন। জীবনের দীর্ঘ সময়ে বহুবার ভোট দিয়েছেন নিজে। এখন হাঁটতে কষ্ট হয়, তাই নাতীর হাত ধরে ভোট কেন্দ্রে এসেছেন ভোট দিতে। পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করে নাতীর হাত ধরে বাড়ি ফেরার পথে জানালেন নিজের ভোট নিজে দিতে পরে আনন্দিত তিনি।

তিনি বলেন, শেষ ইচ্ছেটা পূরণ হলো। এখন ভোট দেয়া অনেক সহজ, কোনো ঝামেলা নেই। চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে