চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে ফেনীর সোনাগাজীতে কেন্দ্রের ভেতরে মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে ১৩ জন এজেন্টকে আটক করার খবর পাওয়া গেছে।
রোববার (২৬ ডিসেম্বর) সোনাগাজীর মধ্যম চর চান্দিয়া কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া।
এদিকে, ফেনীর সোনাগাজী ও দাগনভূঞা উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদে (ইউপি) স্থানীয় নির্বাচন চলছে। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত।
জেলা নির্বাচন কর্মকর্তা নাছির উদ্দিন পাটোয়ারী বলেন, মোট ১৫টি ইউনিয়নে চার লাখ ১৭ হাজার ৩৭৯ জন ভোটার তাদের মূল্যবান ভোট প্রয়োগ করবেন।