এবার ঢাকা-মাওয়া মহাসড়কের আব্দুল্লাহপুর ধলেশ্বরী টোলপ্লাজা এলাকায় মোটরবাইক দুর্ঘটনায় মো. জুম্মন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। জানা গেছে, নিহত জুম্মন সংসদ সদস্য রুমিন ফারহানার ভাই। বিষয়টি এমপি রুমিন ফারহানা তার নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে নিশ্চিত করেছেন।
গতকাল শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে সংসদ সদস্য রুমিন ফারহানা লিখেন, ‘আমার প্রিয় ভাই শান্ত ইসলাম জুম্মন আর নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’
এদিকে নিহত জুম্মন ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণ-এর সাবেক সহ-সাধারণ সম্পাদক ছিলেন। এই ঘটনায় রনি (৩৪) নামের আরো এক জন গুরুতর আহত হয়েছে।