রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১, ০৩:৪৮:১৩

টিকিট কেটেই বাসে ওঠেন দুই মেয়র শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলাম

টিকিট কেটেই বাসে ওঠেন দুই মেয়র শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলাম

দীর্ঘ সময়ের এক প্রচেষ্টা অবশেষে বাস্তব রূপ পেতে যাচ্ছে; বাস রুট ফ্যাঞ্চাইজির আওতায় পরীক্ষামূলকভাবে একটি রুটে একক কোম্পানির অধীনে বাস চলাচল শুরু হচ্ছে।

রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা আনতে একটি কোম্পানির মাধ্যমে পরীক্ষামূলকভাবে ৫০টি বাস চালু করেছে বাস রুট রেশনালাইজেশন কমিটি। রোববার (২৬ নভেম্বর) রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা নগর পরিবহনের এ বাস সেবার উদ্বোধন করা হয়।

উদ্বোধনের পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম একটি বাসে চড়ে যাত্রা শুরু করেন। তারা রাজধানীর শংকর বাসস্ট্যান্ডে গিয়ে নেমে যান। এ পথের ভাড়া ১১ টাকা। টিকিট কেটেই বাসে ওঠেন দুই মেয়রসহ কর্মকর্তারা।

এর আগে দুপুর ১২টার দিকে সচিবালয় থেকে ভার্চুয়ালি এই কার্যক্রম উদ্বোধন করেন তিনি। রাজধানীর মোহাম্মদপুরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ও বাস রুট রেশনালাইজেশন কমিটির আহ্বায়ক শেখ ফজলে নূর তাপস। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে