রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১, ০৪:৩৮:৫১

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে কুপিয়েছে দুর্বৃত্তরা

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে কুপিয়েছে দুর্বৃত্তরা

চতুর্থ ধাপের নির্বাচনে মাদারীপুরের রাজৈর উপজেলার একটি কেন্দ্রে অবরুদ্ধ ছিলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। পরে তাকে বিজিবি উদ্ধার করে। এসময় তাকে কুপিয়ে আহত করেছেন প্রতিপক্ষ প্রার্থী মোশারফ হোসেনের সমর্থকরা।

রবিবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে মাদারীপুরের রাজৈরের ইশিবপুর ইউনিয়নের শাখারপাড় ভোটকেন্দ্রে এ হামলার ঘটনা ঘটে। হামলায় তার হাতের আগুল কেটে যায়। 

এতে তিনটি সেলাই লেগেছে বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা প্রতীত চন্দ্র মণ্ডল। গোলাম রাব্বানীকে বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। গোলাম রাব্বানীর বাড়ি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বদরপাশা গ্রামে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে