সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১, ০৮:৫৫:১৫

ইউপি নির্বাচনে গুলি সহিংসতায় নিহত ৩

ইউপি নির্বাচনে গুলি সহিংসতায় নিহত ৩

বিচ্ছিন্ন সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, গোলাগুলি ও বর্জনের মধ্য দিয়ে গতকাল শেষ হয়েছে চতুর্থ ধাপে ৮৩৬ ইউনিয়ন পরিষদ ও তিন পৌরসভার ভোট গ্রহণ। ফলাফল ঘোষণার পরও বিভিন্ন জেলায় সহিংসতা ঘটেছে। সিলেট, পটুয়াখালী ও ঠাকুরগাঁওয়ে সংঘাতে তিনজন নিহত হয়েছেন। সব মিলে চার ধাপের ইউপি ভোটে ৮৮ জনের প্রাণহানি ঘটেছে।

চতুর্থ ধাপের নির্বাচনে সংঘর্ষ, জাল ভোট, কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টার ঘটনা ঘটেছে। ব্যালট ছিনতাই ও ভোট কেন্দ্র দখলসহ নানা অনিয়মের কারণে ১৫টি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে