সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১, ০৮:৫৭:১৫

আনন্দমুখর পরিবেশে ভোট হয়েছে: নির্বাচন কমিশন সচিব

আনন্দমুখর পরিবেশে ভোট হয়েছে: নির্বাচন কমিশন সচিব

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেশ ভোটার উপস্থিতিতে আনন্দমুখর পরিবেশে ভোট হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হুমায়ুন কবীর খোন্দকার। গতকাল বিকালে ভোট শেষে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে মিডিয়া সেন্টারে ব্রিফিং করে এ প্রতিক্রিয়া জানান তিনি। 

এ ধাপে ৮৩৬ ইউপিতে ভোট হয়। ইসি সচিব জানান, নির্বাচনে প্রিসাইডিং অফিসারদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ১৫টি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। কয়েকটি এলাকায় সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় ২৯ জন আহত হয়েছেন।

এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ৬৩ জনকে আটক করেছে; নির্বাহী হাকিম জরিমানা করেছেন পাঁচজনকে। তিনি বলেন, সব মিলিয়ে এ নির্বাচন সুষ্ঠু হয়েছে, আনন্দমুখর পরিবেশে ভোট হয়েছে, জনগণের সম্পৃক্ততা ছিল, তাই ভোটারদের উপস্থিতি আমরা ৭০ শতাংশের বেশি আশা করছি। ইসি সচিব বলেন, সবসময়ই ভোটারদের উপস্থিতি একেবারেই আশাব্যঞ্জক ছিল। সার্বিকভাবে বলব, এবার আমরা যে ভোট করেছি ইউনিয়নে, প্রতিটি ধাপেই নির্বাচন খুব ভালো হয়েছে। করোনাভাইরাস মহামারী পরিস্থিতির উন্নতি হওয়ায় ইউপি নির্বাচনের প্রথম ধাপে গত ২১ জুন ও ২০ সেপ্টেম্বর এবং দ্বিতীয় ধাপে ১১ নভেম্বর, তৃতীয় ধাপে ২৮ নভেম্বর ভোট হয়। চতুর্থ ধাপে গতকাল ৮৩৬ ইউপিতে ভোট হয়। পঞ্চম ধাপে ৭০৭ ইউপিতে ৫ জানুয়ারি এবং ষষ্ঠ ধাপে ৩১ জানুয়ারি ২১৯ ইউপিতে ভোট হওয়ার কথা রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে