সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১, ০৫:১৮:৩৯

বুস্টার ডোজ মঙ্গলবার থেকে, মোবাইলে যাবে এসএমএস

বুস্টার ডোজ মঙ্গলবার থেকে, মোবাইলে যাবে এসএমএস

ঢাকার বাসিন্দাদের মধ্যে যাদের বয়স ৬০ বছরের বেশি এবং সম্মুখসারির যো'দ্ধাদের করোনাভাইরাসের টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার। তবে এ ডোজের জন্য নতুন করে নিবন্ধনের প্রয়োজন হবে না। যারা তৃতীয় ডোজ পাওয়ার যোগ্য, তাদের মোবাইলে এসএমএস চলে যাবে।

স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিঞা আজ সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে এ তথ্য জানান। তিনি জানান, যাদের টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পর অন্তত ছয় মাস পেরিয়েছে, তাদেরই এখন তৃতীয় ডোজ দেওয়া হবে।

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে