সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১, ০৮:৩১:৫২

এক কেন্দ্রে তিন চেয়ারম্যান প্রার্থী পেলেন শূন্য ভোট!

এক কেন্দ্রে তিন চেয়ারম্যান প্রার্থী পেলেন শূন্য ভোট!

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ১০ ইউনিয়নের ৭টিতে নৌকা ও ৩টিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। 

রবিবার উপজেলার ১০টি ইউনিয়নে ইভিএমে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

নির্বাচনে ৬নং ঢাকুয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ইকরামুল হক তালুকদার নির্বাচিত হয়েছেন। নির্বাচনি ফলাফলে দেখা গেছে-৬নং ঢাকুয়া ইউনিয়নের বড় ভালকি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২১৭৭ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১৩৮৮ জন। তার মধ্যে চেয়ারম্যান প্রার্থী আবু হুরায়রা (আনারস) পেয়েছেন ৩৩ ভোট, ইকরামুল হক তালুকদার (নৌকা) ১ হাজার ৩৪৭ ভোট, আবু মোহাম্মদ (মোটরসাইকেল) ১ ভোট, মেজবাহ উদ্দিন মন্ডল (ঘোড়া) ৫ ভোট, রফিকুল ইসলাম (চশমা), সুরুজ আলী (লাঙ্গল) এবং রাশিদুল ইসলাম (হাত পাখা) নিয়ে কোনো ভোট পাননি।

অপরদিকে, তারাকান্দা ইউনিয়নে খাদেমুল আলম শিশির (নৌকা), বানিহালায় আলতাফ হোসেন খন্দকার (নৌকা), গালাগাঁওয়ে আব্দুর রহমান (নৌকা), রামপুরে আজিজুর রহমান বুলে (নৌকা), কামারিয়ায় আজারুল ইসলাম সরকার (নৌকা), বালিখাঁয় শামছুল আলম (নৌকা), কামারগাঁওয়ে নাইমুর রহমান উজ্জল (চশমা), বিসকায় শাকের আহমেদ বাবুল (ঘোড়া) এবং কাকনী ইউনিয়নে আ. খালেক তালুকদার (ঘোড়া)।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে