পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ বলেছেন, ‘বাংলাদেশ এখন রেসের ঘোড়া। এই জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র কাজে লাগবে না। ষড়যন্ত্র মোকাবেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শক হওয়ার সময় কিন্তু নেই। আমরা বিজয়ী জাতি। বাংলাদেশের মানুষ পরাজয় মানে না। এ জাতিকে কেউ পরাজিত করতে পারবে না।’
সোমবার (২৭ ডিসেম্বর) রাতে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘নেতা মোদের শেখ মুজিব’ গ্রন্থ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ড. বেনজীর আহমেদ বলেন, ‘বাংলাদেশে অনেক ক্ষেত্রে পাইওনিয়ার। কারণ আমাদের বঙ্গবন্ধু ছিলেন। তিনি আমাদের বিশ্বাস দিয়ে গেছেন। অর্জনের পথ দেখিয়ে গেছেন।’
পুলিশ মহাপরিদর্শক আরো বলেন, ‘আগে মেহমান বাড়িতে আসলে পানি চিনি দিয়ে আপ্যায়ন করা হতো। আর সেই সময়ের চিকিৎসা ছিল ঝাড়ফুঁক। মানুষ মনে করত ঝাড়ফুঁক সবচেয়ে বড় চিকিৎসা। বর্তমানে ১১ কোটি মানুষ মোবাইল সিম ব্যবহার করছেন। সাত কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করছেন। আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেখল দেশে সাড়ে চার লাখ টনের খাদ্যের ঘাটতি। এখন বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।’