মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১, ০৪:২১:৩৮

খালেদাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়ে যে সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

খালেদাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়ে যে সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আইন মন্ত্রণালয় থেকে আমরা একটা মতামত পেয়েছি, যেখানে বলা হয়েছে, খালেদাকে বিদেশে পাঠানোর সুযোগ আইনে নাই। মাদক নিয়ন্ত্রণসংক্রান্ত এক বৈঠক শেষে মঙ্গলবার এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই মতামতের কপি পাঠানো হয়েছে কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা বুঝতেই পারছেন। এ বিষয়ে আর কোনো মন্তব্য করেননি তিনি। এদিকে মাদক নিরাময় কেন্দ্রের নাম পরিবর্তন হয়ে নতুন নাম হচ্ছে মাদক চিকিৎসা কেন্দ্র। এর কারণ হচ্ছে- মাদকাসক্তি থেকে মুক্তি পেয়েও অনেকে আবার সেবন শুরু করে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে