ঢাকা: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বিএনপি নেতাদের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আওয়ামী লীগকে অবৈধ বলার সাহস ভবিষ্যতে দেখাবেন না। আওয়ামী লীগ এ দেশের গণমানুষের দল। আওয়ামী লীগকে অবৈধ বলার ধৃষ্টতা ভবিষ্যতে ক্ষমা করা হবে না।
বুধবার ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হানিফ এসব কথা বলেন। এতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংবাদ সম্মেলনের বক্তব্যের প্রতিক্রিয়া জানান হানিফ।
এ সময় হানিফ বলেন, ‘আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছে ১৯৪৯ সালের ২৩ জুন। এটা মির্জা ফখরুল সাহেব যদি না জেনে থাকেন, দয়া করে ইতিহাস পড়ে জেনে নিবেন।
মির্জা ফখরুলকে উদ্দেশ করে হানিফ বলেন, ‘লুটপাটের টাকা আছে বলেই বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান লন্ডনে আছেন। গত প্রায় সাতটি বছর বিলাসী জীবনযাপন করছেন, দামি বিলাসবহুল গাড়ি কিনেছেন। যে ড্রাইভার রেখেছেন তাঁর বেতনই বাংলাদেশি টাকায় দেড় থেকে দুই লাখ টাকা। এই যে বিলাসী জীবনযাপন করছেন, এই টাকা কোথা থেকে পাচ্ছেন। আপনার নেতা তারেক রহমানের তো কোনো আয়ের উৎস নেই। তাহলে সাতটা বছর এভাবে বিলাসী জীবনযাপন করছেন কীভাবে?’
উল্লেখ্য, মির্জা ফখরুল সংবাদ সম্মেলনে বলেছিলেন, ‘বিএনপি অবৈধ হলে আওয়ামী লীগও অবৈধ। কারণ বাকশাল গঠনের পর আওয়ামী লীগ ছিল না। জিয়াউর রহমানের সময় বিএনপি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন নিয়েছিল, তখন আওয়ামী লীগও নিবন্ধন নেয়।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, কেন্দ্রীয় সদস্য এস এম কামাল হোসেন, সুজিত রায় নন্দী প্রমুখ।
১৩ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জুবায়ের রাসেল