'সভা চলাকালীন মসজিদে আজান দিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উঠে নামাজ পড়তে যান। যাওয়ার সময় নেতাকর্মীদের নামাজ পড়ার জন্যও বলে যান। তৃণমূল আওয়ামী লীগের দুটি সভায় আমি এ প্রমাণ পেয়েছি। প্রধানমন্ত্রী সকালে ঘুম থেকে উঠে ফজর পড়ে কোরআন তেলাওয়াত করেন। তিনি দাড়িওয়ালা ও টুপি পরা ব্যক্তিদের অনেক পছন্দ করেন। যারা দল করেন না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন তারা সবসময় সমাজ ও দেশের কল্যাণে কাজ করেন। প্রধানমন্ত্রীই দাওরা হাদিসকে মাস্টার্সের সমমানের মর্যাদা দিয়েছেন। এর আগে বেগম খালেদা জিয়া ও হুসাইন মোহাম্মদ এরশাদের সময় দাবি তুললেও বাস্তবায়ন করা হয়নি'।
আজ বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবিতে শিক্ষক ঐক্যজোটের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন এসব বলেন। লক্ষ্মীপুর জেলা শহরের ওয়েল্কাম চাইনিজ রেস্টুরেন্টে এ সমাবেশের আয়োজন করা হয়৷
সংগঠনের প্রধান উপদেষ্টা কাজী রুহুল আমিন চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন।