বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১, ০৬:০৭:১০

'প্রধানমন্ত্রী সকালে ঘুম থেকে উঠে ফজর পড়ে কোরআন তেলাওয়াত করেন'

'প্রধানমন্ত্রী সকালে ঘুম থেকে উঠে ফজর পড়ে কোরআন তেলাওয়াত করেন'

'সভা চলাকালীন মসজিদে আজান দিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উঠে নামাজ পড়তে যান। যাওয়ার সময় নেতাকর্মীদের নামাজ পড়ার জন্যও বলে যান। তৃণমূল আওয়ামী লীগের দুটি সভায় আমি এ প্রমাণ পেয়েছি। প্রধানমন্ত্রী সকালে ঘুম থেকে উঠে ফজর পড়ে কোরআন তেলাওয়াত করেন। তিনি দাড়িওয়ালা ও টুপি পরা ব্যক্তিদের অনেক পছন্দ করেন। যারা দল করেন না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন তারা সবসময় সমাজ ও দেশের কল্যাণে কাজ করেন। প্রধানমন্ত্রীই দাওরা হাদিসকে মাস্টার্সের সমমানের মর্যাদা দিয়েছেন। এর আগে বেগম খালেদা জিয়া ও হুসাইন মোহাম্মদ এরশাদের সময় দাবি তুললেও বাস্তবায়ন করা হয়নি'।

আজ বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবিতে শিক্ষক ঐক্যজোটের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন এসব বলেন। লক্ষ্মীপুর জেলা শহরের ওয়েল্কাম চাইনিজ রেস্টুরেন্টে এ সমাবেশের আয়োজন করা হয়৷

সংগঠনের প্রধান উপদেষ্টা কাজী রুহুল আমিন চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে