আমাদের দেশে ভোটের আগে অনেক প্রার্থী বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে থাকেন তবে বাস্তবে তার মিল খুঁজে পাওয়া যায়না। সাতক্ষীরার গাবুরায় ভোটে হেরেও প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিবন্ধী পরিবারকে ঘর সংস্কার করে দিয়েছেন মেম্বার প্রার্থী কামরুল ইসলাম।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালে তিনি ঘর তৈরির প্রয়োজনীয় উপকরণসহ কাঠমিস্ত্রী ও লোকজন নিয়ে ঘরটি সংস্কার করে দেন।
দেখা যায়, নির্বাচনে অংশ নিয়ে প্রার্থীরা বিভিন্ন প্রতিশ্রুতি দিলেও পরে কেউ কথা রাখে না। কিন্তু ভোটে পরাজিত হয়েও কথা রেখেছেন কামরুল। রবিবার (২৬ ডিসেম্বর) গাবুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার প্রার্থী হিসেবে পরাজিত হয়েও একদিন পর বাকপ্রতিবন্ধীর ঘর সংস্কার করে দিয়েছেন তিনি।