মারধর আর লুটপাটের অভিযোগে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর বিরুদ্ধে মাদারীপুর আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে।
গতকাল বুধবার বিকেল ৪টার দিকে রাজৈর উপজেলার মধ্য শাখারপাড় গ্রামের আব্দুল গনি মাতুব্বর নামে এক ব্যক্তি এই অভিযোগ দায়ের করেন। অভিযোগটি গ্রহণ করে আদেশের জন্যে অপেক্ষমান রেখেছেন মাদারীপুর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক ফয়সাল আল মামুন।
এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ ডিসেম্বর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী তার সমর্থকদের নিয়ে রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের মধ্য শাখারপাড় গ্রামে আব্দুল গনি মাতুব্বরের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা বাড়ির কয়েকজনকে পিটিয়ে আহত করে মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় গোলাম রাব্বানীকে প্রধান করে ৮-১০ জনের নাম উল্লেখ করে অর্ধশত মানুষকে আসামি করে আদালতে অভিযোগ দেন আব্দুল গনি।
এ প্রসঙ্গে বাদীপক্ষের আইনজীবী ফায়জুর রহমান হিরু বলেন, অভিযোগটি গ্রহণ করেছেন আদালত। তবে বুধবার বিকেল পর্যন্ত কোনো আদেশ দেননি। আশা করি, আজ বৃহস্পতিবার আদেশ দেবেন।