বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১, ০৬:১১:৪৪

ফলাফল জেনে চুপিসারে ঘরে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

ফলাফল জেনে চুপিসারে ঘরে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

ঢাকার ধামরাইয়ে এসএসসি পরীক্ষায় ফেল করায় মো. রাশেদুল ইসলাম টিটু (১৭) নামের এক পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। এ খবর নিশ্চিত করেছে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইদুজ্জামান। তিনি জানান, আজ বৃহস্পতিবার দুপু‌রে কুল্লা ইউনিয়নের বড় চন্দ্রাইল গ্রামে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে টিটু। 

নিহত রাশেদুল ইসলাম টিটু ধামরাই হার্ডিঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল। তার বাবার নাম জাহাঙ্গীর আলম। এলাকা ও পরিবার সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষায় টিটু পদার্থবিজ্ঞান বিষয়ে ফেল করেছে। এজন্য সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

এ বিষয়ে তার সহপাঠী মো. আকাশের বক্তব্য, রাশেদুল আর আমি একসঙ্গে পড়াশোনা করতাম। আজ সকালে পরীক্ষার ফল প্রকাশের পর দেখা যায়, সে পদার্থ বিজ্ঞানে ফেল করেছে। এরপর সে চুপিসারে ঘরে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে