শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১, ১০:৫২:০৫

আল্লাহকে পাওয়ার জন্য তাবলিগ জামাত দরকার: ধর্ম প্রতিমন্ত্রী

আল্লাহকে পাওয়ার জন্য তাবলিগ জামাত দরকার: ধর্ম প্রতিমন্ত্রী

আত্মশুদ্ধির জন্য যুবকদের তাবলিগে সময় দিতে বলেছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খাঁন। তিনি বলেছেন, আল্লাহকে পাওয়ার জন্য তাবলিগ জামাত দরকার। নিজের শুদ্ধির জন্য দরকার। তাবলিগে গিয়ে শেখা যায়। আমি গিয়ে শিখেছি। আমার বাবা তাবলিগে গিয়ে মারা গেছেন।

শুক্রবার (৩১ ডিসেম্বর) রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের পূর্ব রাজাপুর এলাকায় আহমাদিয়া আরাবিয়া মাদরাসা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বাৎসরিক সভায় তিনি এসবকথা বলেন।

এসময় ধর্ম প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমি তাবলিগের সাথী। তাবলিগে দুই ভাগে বিভক্তি থাকবে না। তাবলিগে এখন যে ব্যবধানটা দেখছেন যেমন দুই ভাগে বিভক্ত, এগুলো থাকবে না। জ্ঞানের বুঝ আল্লাহ যখন দেবেন...অবশ্যই আল্লাহ এর সমাধান করবেন। এর মানে এই না তাবলিগ খারাপ।’

তিনি বলেন, ‘তাবলিগের মধ্যে যারা আছেন তাদের মধ্যে হয়তো দ্বিধাদ্বন্দ্ব হয়েছে সাময়িকভাবে। তাদের সামাধান আল্লাহ তায়ালা অবশ্যই করবেন। যুবকদের কাছে অনুরোধ আল্লাহকে পেতে হলে তাবলিগে সময় দাও।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে