শনিবার, ০১ জানুয়ারী, ২০২২, ০২:১৬:১১

ঘড়ির কাঁটা ১২টা অতিক্রমের সাথে সাথে আতশবাজিতে মেতেছে সারাদেশ

ঘড়ির কাঁটা ১২টা অতিক্রমের সাথে সাথে আতশবাজিতে মেতেছে সারাদেশ

ইংরেজি নববর্ষ উদযাপনে ঘড়ির কাঁটা ১২টা অতিক্রমের সাথে সাথে ঢাকা নগরীতে আতশবাজিতে মেতেছে তরুণরা। নববর্ষকে বরণের মধ্য দিয়ে কালের গর্ভে হারিয়ে গেলো আরও একটি বছর। বিদায় ইংরেজি ২০২১। স্বাগত ২০২২।

এদিকে নতুন বছর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনার মধ্যে স্বাস্থ্য সতর্কতার অংশ হিসেবে এবার উদযাপনে কিছুটা কমতি থাকলেও উৎসব আনন্দে নতুন বছরকে বরণ করে নিতে শুরু করেছে সারাদেশ।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ও সার্বিক নিরাপত্তার কারণে থার্টি ফার্স্টে উন্মুক্ত স্থানে যেকোনো ধরনের অনুষ্ঠানে নিষেধাজ্ঞার কথা জানিয়েছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এছাড়া বেশকিছু এলাকায় বহিরাগতদের চলাচলে থাকবে নিষেধাজ্ঞা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে