রবিবার, ০২ জানুয়ারী, ২০২২, ০৩:৫৩:৩৩

কেউ চিরদিন বাঁচে না, কিন্তু যে কাজ করে গেলাম তার গতি যেন না হারায়: প্রধানমন্ত্রী

কেউ চিরদিন বাঁচে না, কিন্তু যে কাজ করে গেলাম তার গতি যেন না হারায়: প্রধানমন্ত্রী

চিরদিন কেউ বাঁচে না। কিন্তু যেই কাজ আমরা করে গেলাম সেই গতি যেন হারিয়ে না যায়, চলার গতি যেন অব্যাহত থাকে, বাংলাদেশ যেন এগিয়ে যায় সেটাই আমরা চাই। এমনটাই বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২ জানুয়ারি) সকালে জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ উত্তরণের স্বীকৃতি প্রদান আনুষ্ঠানিকভাবে উদযাপন অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নানা প্রতিবন্ধকতা পেরিয়ে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের পথে। সেই পথ সহজ ছিল না। তবুও দেশ এগিয়ে যাচ্ছে সব দিক থেকে। আমরা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা করবোই। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের স্বীকৃতি এই স্বপ্ন বাস্তবায়নকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে। উন্নত বাংলাদেশ গড়তে ভবিষ্যতের বাঁধাগুলোও অতিক্রম করতে হবে। দায়িত্ব নিতে হবে নতুন প্রজন্মকে।

এ সময় রবার্ট ফ্রস্টের কবিতা থেকে উদ্ধৃত করে তিনি বলেন, ‘দ্য উডস আর লাভলি, ডার্ক অ্যান্ড ডিপ, বাট আই হ্যাভ প্রমিজেস টু কিপ, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে