সোমবার, ০৩ জানুয়ারী, ২০২২, ১০:৫৪:২৮

বাংলাদেশের মেয়েদের বিয়ের বয়সও ২১ করার দাবি

বাংলাদেশের মেয়েদের বিয়ের বয়সও ২১ করার দাবি

বাংলাদেশে নারীদের প্রায়ই আর্থিক বোঝা হিসাবে দেখা হয়। শিশু বিবাহ আগের তুলনায় কমেছে। দারিদ্র ও অশীক্ষা এক্ষেত্রে নির্ধারণী বিষয়, কিন্তু প্রমাণ বলে যে, সকল পটভূমি ও সামাজিক বিভাজনের মধ্যে বাল্যবিবাহ চর্চা করা হয়।

সম্প্রতি ভারতে মেয়েদের বিয়ের বয়স ২১ করায় বাংলাদেশের মেয়েদের বিয়ের বয়সও ২১ করার দাবি জানিয়েছে জাতীয় মহিলা আইনজীবী সমিতি। সেই সঙ্গে এটি কার্যকর করার দাবিও জানিয়েছেন তারা।

সোমবার (৩ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে নারীর প্রতি সহিংসতায় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে