মঙ্গলবার, ০৪ জানুয়ারী, ২০২২, ০৪:৩১:৪৫

আবারও কমছে দোকান-শপিংমল খোলার সময়

আবারও কমছে দোকান-শপিংমল খোলার সময়

দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় মানুষের চলাফেরায় আবার বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে সরকার। করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ মোকাবিলায় কমছে দোকান ও শপিংমল খোলা রাখার সময়।

মঙ্গলবার (৪ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ কথা জানান। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, করোনা ও ওমিক্রনকে রুখতে নতুন কিছু সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। যানবাহনে মাস্ক ছাড়া চলাচল করা যাবে না। যদি কেউ বাস, ট্রেন ও লঞ্চে চলাচল করে তাহলে জরিমানার মধ্যে পড়বে।

দোকান-মার্কেট খোলা রাখার সময়সীমা কমিয়ে আনা হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, রাত ১০টার পরিবর্তে রাত ৮টা পর্যন্ত দোকান খোলা রাখা যাবে। এটাও প্রস্তাব করা হয়েছে।

মন্ত্রী বলেন, বাসসহ অন্যান্য যানবাহনে যাত্রী সংখ্যা অর্ধেকের প্রস্তাব করা হয়েছে। রেস্টুরেন্ট ও হোটেলে মাস্ক পরে যেতে হবে। মাস্ক ছাড়া গেলে দোকানদারসহ কাস্টমারেরও জরিমানা হতে পারে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে