একটি নাশকতার মামলার চার্জশিটভুক্ত আসামি হেফাজত নেতা মামুনুল হকের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১৪ এর বিচারক ফাতিমা ইমরোজ ক্ষণিকা এ আদেশ দেন। একই সঙ্গে মামলায় আগামী ১৩ মার্চ সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন। এদিন মামলাটির সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু কোনো সাক্ষী আদালতে উপস্থিত ছিলেন না।
২০১৫ সালের এ মামলায় মামুনুল হক এজাহার ও চার্জশিটভুক্ত আসামি। মামলায় মামুনুল হককে গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে হাজির করা হয়। আদালত শুনানি শেষে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর মামুনুল হকের পক্ষে আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন। সংশ্লিষ্ট আদালত অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. দেলোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।
এদিন দুপুরে মামুনুল হকসহ অন্য আসামিদের আদালতে হাজির করা হয়। আদালত শুনানি শেষে পুলিশের উপস্থিতিতে হাজতখানায় স্ত্রী ও সন্তানদের ২০ মিনিটের জন্য সাক্ষাতকারের অনুমতি দেন। মামলার এজাহারে মাওলানা মামুনুল হক, বিএনপি নেতা নাঈম চৌধুরী, ইউসুফ মিয়া ও মাহাবুব আলমসহ আরও অজ্ঞাত ৪১ জনের নাম উল্লেখ করা হয়।