মঙ্গলবার, ০৪ জানুয়ারী, ২০২২, ১০:৩০:৫৩

দুই রিকশার সংঘর্ষে আইসিইউতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী

দুই রিকশার সংঘর্ষে আইসিইউতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দুটি ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে পূজা মজুমদার নামে এক শিক্ষার্থীর মাথায় গু'রুতর জ'খম হয়েছে। তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে। পূজা মজুমদার বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে একটি ব্যাটারিচালিত রিকশায় করে বিশ মাইলের দিকে যাচ্ছিলেন পূজা। শিক্ষক ক্লাবের সামনে দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি ব্যাটারিচালিত রিকশা তার রিকশাকে ধা'ক্কা দেয়। এতে পূজার রিকশাটি উ'ল্টে যায়। রিকশা থেকে পড়ে তিনি মাথা, কাঁধ ও শরীরের বিভিন্ন জায়গায় আঘা'ত পান। এসময় তার মাথা ফে'টে যায়। বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ভিজিটিং কনসালটেন্ট সোহেল আহমেদ বলেন, ‘ওই রোগীকে আইসিইউতে রাখা হয়েছে। তার মাথার খুলিতে গু'রুতর জ'খম হয়েছে। এজন্য আগামীকাল (বুধবার) অ'স্ত্রো'পচার করা হবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে