বুধবার, ০৫ জানুয়ারী, ২০২২, ০১:০৮:৪৩

প্রতিমন্ত্রী পলক দুই ছেলেসহ করোনায় আক্রান্ত

প্রতিমন্ত্রী পলক দুই ছেলেসহ করোনায় আক্রান্ত

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক দুই ছেলেসহ করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে আইসিটি প্রতিমন্ত্রী তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান। 

তিনি লিখেছেন, ‘কিছুক্ষণ আগে কভিড টেস্ট রিপোর্ট পেয়েছি। রিপোর্টে আমার, আমার বড় ছেলে অপূর্ব এবং মেজ ছেলে অর্জনের কভিড পজিটিভ এসেছে।’ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তাঁর পরিবারের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। তিনি সবাইকে টিকা নেওয়ার ও স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে