ঢাকা : প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজধানীর ডেমরা এলাকা থেকে তিন জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা।
সোমবার দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের দায়ে তাদের আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ভুয়া জাতীয় পরিচয়পত্র, অবৈধ সিমকার্ড জব্দ করা হয়।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে তাদের ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে মুনতাসিরুল ইসলাম জানান।
এর আগে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গতকাল একই এলাকা থেকে তিন কলেজ শিক্ষককে আটক করা হয়েছিল।