শনিবার, ০৮ জানুয়ারী, ২০২২, ১০:৫৯:৩৩

ডা. মুরাদ বাসায় ফিরলেই ফোন দিতে হবে থানায়

ডা. মুরাদ বাসায় ফিরলেই ফোন দিতে হবে থানায়

শারীরিক নি'র্যা'তন ও প্রাণনা'শের অভিযোগ এনে স্ত্রী ডা. জাহানারা এহসানের দায়ের করা সাধারণ ডায়েরির (জিডি) পর সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বাসায় সার্বক্ষণিক ন'জর রাখছে পুলিশ। এমনকি মুরাদ বাসায় ফিরলেই পুলিশকে ফোন দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এছাড়া তার বাসার আশপাশে পুলিশের টহল বাড়ানো হয়েছে। 

শনিবার (৮ জানুয়ারি) ধানমন্ডি থানার ওসি মো. ইকরাম আলী বলেন, জিডির পর আমরা মুরাদ হাসানের স্ত্রী-সন্তানদের নিরাপত্তায় সার্বক্ষণিক ন'জর রাখছে পুলিশ। তাদের বাসার আশপাশে পুলিশের টহল বাড়ানো হয়েছে। আমরা ওনার (ডা. জাহানারা এহসান) সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। উনি সমস্যা বোধ করলে বা নিজেকে নিরাপত্তাহীন মনে করলে আমাদের (থানা) জানাবেন, আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবো। জিডির তদন্তভার দেওয়া হয়েছে ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব হাসানকে।

ওসি মো. ইকরাম আলী আরও বলেন, আজ জিডির তদন্ত চেয়ে আদালতের অনুমতি চাওয়া হয়েছে। আদালতের অনুমতি পাওয়ার পর তদন্ত শুরুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবো। তদন্তের প্রয়োজনে বিবাদী ডা. মুরাদ হাসানকেও তলব করা হতে পারে। উপ-পরিদর্শক (এসআই) রাজিব হাসানকে এর তদন্তভার দেওয়া হয়েছে ।

এর আগে, বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের স্ত্রী ডা.জাহানারা এহসান প্রথমে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে মুরাদ হাসানের বিরুদ্ধে শারীরিক নি'র্যা'তন ও প্রাণনা'শের অভিযোগ করেন। এরপর বিকেলে ডা. মুরাদের স্ত্রী রাজধানীর ধানমন্ডি থানায় একটি জিডি করেন।

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে