রবিবার, ০৯ জানুয়ারী, ২০২২, ০২:৪৫:৩৩

‘এখনই লকডাউনের কথা ভাবছে না সরকার’

‘এখনই লকডাউনের কথা ভাবছে না সরকার’

এমটি নিউজ ডেস্ক: করোনাভাইরাস বাড়লেও এখনই লকডাউনের কথা ভাবছে না সরকার। এমনটিই জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আজ রবিবার ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিকদের করোনাভাইরাস প্রতিরোধক টিকার বুস্টার ডোজ কর্মসূচির উদ্বোধনকালে মন্ত্রী এ কথা জানান। এক বক্তব্যে তিনি বলেন, আমরা লকডাউনের কথা ভাবছি না। তবে অনেকে বলছেন। অনেকে আরো সতর্ক হতে বলছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় যা বলবে তাই করা হবে। 

পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, লকডাউন হলে অনেক সমস্যার সৃষ্টি হয়। টিকা সরবরাহ অব্যাহত রয়েছে। আরো ৩১ কোটি টিকা আমাদের লাইনআপে আছে।

 

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে