সোমবার, ১০ জানুয়ারী, ২০২২, ০৩:১৭:৪১

বছরের মাঝামাঝি সময়েই এসএসসি-এইচএসসি পরীক্ষা : দীপু মনি

বছরের মাঝামাঝি সময়েই এসএসসি-এইচএসসি পরীক্ষা : দীপু মনি

এমটি নিউজ ডেস্ক : ২০২২ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষা সরকার নিতে চায় জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‌‌‌‌‘যারা পরীক্ষা দেবে তারা পড়াশোনা করতে পারেনি। আমরা একটা আভাস দিয়েছি যে বছরের মাঝামাঝি নেবো। ক্লাস করিয়ে নিয়ে সংক্ষিপ্ত সিলেবাসে বছরের মাঝামাঝি পরীক্ষা নেবো আমাদের সিদ্ধান্ত সে জায়গায় আছে।’

সোমবার (১০ জানুয়ারি) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ কথা জানান শিক্ষামন্ত্রী। ঠিক কবে নাগাদ পরীক্ষা হতে পারে- এমন প্রশ্নে শিক্ষামন্ত্রী বলেন, ‌‘সুনির্দিষ্ট তারিখ দেওয়া সম্ভব নয়। আমরা (করোনা পরিস্থিতি) পর্যক্ষেণ করবো, ক্লাস করাতে থাকবো, যখন নেওয়ার মতো হবে, তখন নিবো। দুই-তিন মাস আগে আমরা নির্দিষ্ট তারিখ জানাতে পারবো।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে