শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২, ০৫:৫৮:৩১

বেতনের দাবিতে অনন্ত জলিলের কারখানায় শ্রমিকদের বিক্ষোভ

বেতনের দাবিতে অনন্ত জলিলের কারখানায় শ্রমিকদের বিক্ষোভ

ঢাকা : সাভারে অভিনেতা অনন্ত জলিলের কারখানায় এক মাসের বেতনের দাবিতে বিক্ষোভ করে সড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় সাভারের হেমায়েতপুরে এজেআই গ্রুপ কারখানার শ্রমিকরা সিংগাইর-মানিকগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এসময় সড়কের যানজটের সৃষ্টি হয়।

শ্রমিকরা জানান, অনন্ত জলিলের মালিকানাধীন হেমায়েতপুরে অবস্থিত এই কারখানায় শ্রমিকের গত ডিসেম্বর মাসের বেতন বকেয়া রয়েছে। সেই বেতনের দাবিতে বৃহস্পতিবার বিকেল থেকে সিংগাইর-মানিকগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়। পরে পুলিশ এসে তাদের সরিয়ে দেয়।

এ বিষয়ে সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ির পুলিশ পরিদর্শক জাহিদুল ইসলাম বলেন, কারখানার একটি সেকশনের শ্রমিকরা বকেয়া বেতনের জন্য বিক্ষোভ করেন। ১০ জানুয়ারি দেওয়ার কথা থাকলেও কারখানা কর্তৃপক্ষ দিতে পারেনি। তবে কারখনা কর্তৃপক্ষ আগামী রবিবার ১৬ জানুয়ারি বেতন পরিশোধের আশ্বাসে শ্রমিকরা শান্ত হয়। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে