মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২, ০৮:৩৯:৫২

বাবার জানাজা নামাজ পড়ার সময় হুইপ স্বপনের মোবাইল চুরি!

বাবার জানাজা নামাজ পড়ার সময় হুইপ স্বপনের মোবাইল চুরি!

এমটিনিউজ ডেস্ক : জয়পুরহাটের পাঁচবিবিতে বাবার জানাজা নামাজ পড়ার সময় জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপনের মোবাইল চুরি হয়ে গেছে। একই জানাজায় আরও ৬ জনের মোবাইল ফোন চুরি হয়েছে বলে জানা গেজে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় পাঁচবিবি উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে হুইপ স্বপনের বাবা শরীফ উদ্দিন মন্ডলের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

মোবাইল হারানো ব্যক্তিরা হলেন- দিনাজপুরের হাকিমপুর পৌর মেয়র জামিল হোসেন ও পাঁচবিবির কুসুম্বা ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জিহাদ হোসেন। বাকিদের পরিচয় এখনো জানা যায়নি।

এ বিষয়ে পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব বলেন, ‘হুইপ স্বপনের বাবার জানাজাতে হাজার হাজার লোকের সমাগম হয়েছিল। এত লোকের মাঝে পুলিশের নিরাপত্তার ভেতরে কৌশলে মোবাইল ফোনগুলো চুরি করেছে। তারা গুরুত্বের সঙ্গে মোবাইল ফোন উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ তরিকুল ইসলাম জানান, এ বিষয়ে পাঁচবিবি থানা থেকে এখনো কিছু জানানো হয়নি। এর আগে গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় হুইপ স্বপনের বাবা রাজধানীর শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মৃত্যুবরণ করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে