বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২, ০৪:৪৪:১৮

ভয়ংকর রূপে করোনা, গত ২৪ ঘণ্টায় শনাক্ত ১০ হাজার ছাড়াল

ভয়ংকর রূপে করোনা, গত ২৪ ঘণ্টায় শনাক্ত ১০ হাজার ছাড়াল

এমটি নিউজ ডেস্ক : সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১০ হাজার ৮৮৮ করোনা রোগী শনাক্ত ও ৪ জনের মৃত্যু হয়েছে। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লাখ ৫৩ হাজার ১৮২ জন ও করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ১৮০ জনে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে, বুধবার (১৯ জানুয়ারি) করোনা আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছিল। ভাইরাসটিতে শনাক্ত হয়েছিলেন ৯ হাজার ৫০০ জন। ওমিক্রনসহ দেশে করোনাভাইরাসে সংক্রমণের হার দিন দিন বেড়েই চলছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে