এমটিনিউজ ডেস্ক : পদোন্নতি পেয়ে অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) হয়েছেন সাত পুলিশ কর্মকর্তা। তাদের রোববার (২৩ জানুয়ারি) বিকেলে পুলিশ সদরদপ্তরে র্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়। এসময় এই পুলিশ কর্মকর্তাদের সঙ্গে উপস্থিত ছিলেন তাদের সহধর্মিণীরা।
বাংলাদেশ পুলিশের ইতিহাসে এবারই প্রথম র্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের সঙ্গে তাদের স্ত্রী উপস্থিত ছিলেন।
ব্যাজ পরিধান অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেন, পুলিশের কাছে মানুষের প্রত্যাশা আকাশচুম্বী। মানুষের প্রত্যাশা পূরণে নিজেদের অতিক্রম করে তাদের সেবা দিতে হবে। পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের মধ্য দিয়ে আপনারা পুলিশের সর্বোচ্চ পদে পদোন্নতি পেয়েছেন। পুলিশ বাহিনী থেকে আপনাদের আর কিছু পাওয়ার নেই। এখন শুধু দেওয়ার পালা। আপনারা এখন দেশ-জনগণ এবং পুলিশ বাহিনীর জন্য কাজ করবেন।
এসময় আইজিপি পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের এবং তাদের পরিবারের সদস্যদের আন্তরিক অভিনন্দন জানান। অপরদিকে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা দেশ ও জনগণের কল্যাণে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় দায়িত্বশীল ভূমিকা পালনের অঙ্গীকার করেন।
পুলিশ সদরদপ্তরের ডিআইজি আবু হাসান মুহম্মদ তারিক, পিবিআইয়ের পরিচালক (ডিআইজি) বনজ কুমার মজুমদার, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের ডিআইজি ড. হাসান উল হায়দার, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব) মো. মনিরুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. মাহাবুবর রহমান ও ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ।