এমটিনিউজ ডেস্ক : টানা ১০০ ঘণ্টা অনশনের পরও উপাচার্যের পদত্যাগের ঘোষণা না আসায় আন্দোলনরত শিক্ষার্থীরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমদের বাসভবনের বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন। গতকাল রবিবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্ন করে দেন তাঁরা।
এরপর রাত সাড়ে ৮টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর কোনো ধরনের সহিংসতায় সম্পৃক্ত না হওয়ার আহ্বান জানিয়ে বলে, অনশনরত শিক্ষার্থীদের অনশন ভাঙানোর জন্য যা যা করা দরকার, তা করতে সরকারের সহযোগিতা কামনা করছি। উপাচার্যের পদত্যাগের বিষয়টি সরকারের এখতিয়ারভুক্ত। এ ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ গ্রহণেরও অনুরোধ করছি।
এর আগে গতকাল বিকেলে প্রেস ব্রিফিংয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, ‘ভিসি যদি পদত্যাগ না করেন তাহলে তাঁকে অবরুদ্ধ করার কর্মসূচি দিতে বাধ্য হব আমরা। ’