সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২, ০৪:৪৯:৪৫

চলমান বিধিনিষেধ আরো বাড়বে কীনা, এইমাত্র যা জানা গেল

চলমান বিধিনিষেধ আরো বাড়বে কীনা, এইমাত্র যা জানা গেল

এমটিনিউজ ডেস্ক : আবারো মহামারী করোনার দাপট বেড়ে যাওয়ায় সরকার সংক্রমণ নিয়ন্ত্রণে আনার চেষ্টায় দেশজুড়ে নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে। এদিকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ও সব অফিসে অর্ধেক জনবল নিয়ে পরিচালনার মতো সরকারের চলমান বিধিনিষেধগুলো আরও বাড়ানো হবে কিনা তা জানা যাবে এক সপ্তাহ পর।

সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান। তিনি বলেন, ‘আমাদের উদ্দেশ্য সবাই মাস্ক পরুক। এই সময়টা আমরা অতিক্রম করতে চাই। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ এটি বাড়বে। সবাইকে সচেতন হতে হবে। আমরা চাই— এই তৃতীয় ঢেউ থেকে যত তাড়াতাড়ি উত্তরণ করতে পারি। সে জন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে তৃতীয় ঢেউ মোকাবিলা করতে হবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে