মঙ্গলবার, ০১ ফেব্রুয়ারী, ২০২২, ০৯:০৭:২২

আল্লাহ আর আমনেগো দয়া চাই! ৬ ছেলে-মেয়ে থাকতেও খোঁজ নেয় না কেউ!

আল্লাহ আর আমনেগো দয়া চাই! ৬ ছেলে-মেয়ে থাকতেও খোঁজ নেয় না কেউ!

এমটিনিউজ ডেস্ক : এক অসহায় দম্পতির করুণ কাহিনী। আছেন ছয় ছেলে-মেয়ে। কিন্তু বাবা-মার খবর নিচ্ছে না কেউ। জানা যায়, ‘শ্বাসকষ্টের কারণে ১২-১৩ বছর ধরে ঘরে বইডা (বসা) আছি। টাকার অভাবে ওষুধ খাইতে পারি না। আমার চার ছেলে ও দুই মেয়ে আছে। তারা স্ত্রী-সন্তান নিয়ে শ্বশুরবাড়িতে থাকে। আমাদের কোনো খোঁজ নেয় না। প্রতিবেশীদের সহযোগিতায় দুবেলা দুমুঠো খাবার জোটে। ঘরডা ভাঙি রইছে, আল্লাহ আর আমনেগো দয়া চাই। আমি আপনাদের কাছে একটা ঘর চাই।’ 

কথাগুলো বলছিলেন লক্ষ্মীপুরের রায়পুরের বাসিন্দা ৭০ বছর বয়সী বৃদ্ধ কালু মিয়াজি। ঢাকা পোস্টের কাছে দুঃখের কথা বলতে গিয়ে তার দুই চোখ অশ্রুসিক্ত হয়। বৃদ্ধ বয়সে স্ত্রী হারুনের নেছা তার বড় সঙ্গী। স্ত্রী ছাড়াও তার আরও বড় সঙ্গী ইনহেলার।

কালু মিয়াজি উপজেলার চরমোহনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড দক্ষিণ রায়পুর গ্রামের ঢালী বাড়ির বাসিন্দা। এক সময় তিনি মাছ ব্যবসায়ী ছিলেন। বয়সের ভারে অসুখ বাড়তে থাকে। সেইসঙ্গে কর্মক্ষেত্রে হয়ে পড়েন অক্ষম। ছয় ছেলেমেয়ে থাকলেও এখন তার পাশে নেই কেউই।

কালু মিয়াজির ডান হাতে টিউমারের মতো ফুলে আছে। এটি অপারেশন করতে প্রায় ১০ হাজার টাকা খরচ হবে বলে জানিয়েছে চিকিৎসকরা। কিন্তু টাকার অভাবে অপারেশনও করতে পারছেন না। তার কোমরের নিচের অংশের মাঝ বরাবর হাড়েও সমস্যা রয়েছে। এতে তার স্বাভাবিকভাবে বসতে কষ্ট হয়।

কালু মিয়াজি বলেন, আশপাশের মানুষ যদি ৫০-১০০ টাকা দেয় তাহলে দুই-তিন কেজি চাল কিনে এনে খায়। অনেক সময় না খেয়েও থাকতে হয়েছে। তবে প্রতিবেশীরা আমাদের অনেক সহযোগিতা করেছে।

শীত-বৃষ্টি কীভাবে পার করেন জানতে চাইলে কালু মিয়াজি বলেন, বৃষ্টির সময় পানি পড়ায় চকি থেকে নেমে দরজার পাশে বসে থাকি। দরজার সঙ্গে কাত হয়ে বসতে গিয়ে মাথায় আঘাত পেয়েছি। বৃষ্টি হলেই জরাজীর্ণ চালা দিয়ে পানি পড়ে চকি ভিজে যায়। আবার সেই ভেজা চকিতেই ঘুমাতে হয়। ভাঙা ঘরের চারপাশ দিয়ে কুয়াশা ঢোকে। নেই শীত নিবারণের কাপড়। প্রচণ্ড ঠান্ডায় ঘরে থাকতে খুব কষ্ট হচ্ছে।

কালু মিয়াজি বলেন, সরকারি কোনো সহযোগিতা কপালে জোটেনি। আল্লাহর দয়া আর পাড়াপ্রতিবেশীর কল্যাণে স্ত্রীকে নিয়ে আমি বেঁচে আছি। আমি ৭ বার ও আমার স্ত্রী একবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলাম। তখন একটি নাপা ট্যাবলেট কিনে দেওয়ার জন্য কোনো ছেলেমেয়ে আমাদের পাশে ছিল না। তবে পাড়াপ্রতিবেশীরা আমাকে অনেক সহযোগিতা করেছে।

কালু মিয়াজির স্ত্রী হারুনের নেছা বলেন, ছেলেরা শ্বশুরবাড়িতে থাকে। আমাদের খোঁজ নেয় না। মেয়ে-জামাইদের ভালো আপ্যায়ন করতে পারি না। এজন্য তারাও আমাদের দেখতে আসে না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে