বুধবার, ০২ ফেব্রুয়ারী, ২০২২, ০৬:৫০:৪৪

খালেদা জিয়াকে মুক্ত করতে না পারার পেছনে কারণ জানালেন জাফরুল্লাহ

খালেদা জিয়াকে মুক্ত করতে না পারার পেছনে কারণ জানালেন জাফরুল্লাহ

এমটিনিউজ ডেস্ক : খালেদা জিয়াকে মুক্ত করতে না পারার পেছনে বিএনপির আইনজীবীদেরও ব্যর্থতা রয়েছে বলে মন্তব্য করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী আরো বলেন, তারা (আইনজীবীরা) সবাই মিলে কেন ওনার জামিনের ব্যবস্থা করতে পারলেন না ? এ ব্যর্থতার কারণ তারা ভয় পান, বিচারকরা যদি রিজেক্ট করে দেন। করলে করবে। সেটা দেশ দেখুক, জনগণ দেখুক।

বুধবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপ) আয়োজিত রাজবন্দীর মুক্তি দাও শীর্ষক প্রতিবাদ সভায় ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপির) চেয়ারম্যান কে এম আবু তাহেরের সভাপতিত্বে তিনি এসব কথা বলেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী আরো বলেছেন, প্রধানমন্ত্রী কিছু কিছু ভালো কাজ করেছেন। মানবতাবিরোধী অপরাধের বিচার করেছেন। কিন্তু দুটি কাজ ভুল করেছেন। একটি আব্দুল কাদের মোল্লা, আরেকটি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিচারটা সঠিক হয়নি। এজন্য আপনি যতটা দায়ী, তার চেয়ে বিচারকরা বেশি দায়ী।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, জনগণের মধ্যে প্রচলিত আছে, গত কয়েক বছরে লবিস্টের জন্য জয় ৯ মিলিয়ন ডলার খরচ করেছেন। এর উত্তর সরকারের দেওয়া উচিত। এছাড়াও তথ্য উপদেষ্টা হিসেবে তিনি মাসে দেড় বিলিয়ন ডলার ভাতা পেয়ে থাকেন।এটা সত্য কি না, তাও পরিষ্কার করা উচিত সরকারের।

তিনি আরও বলেন, আমাদের যে সেলফোন আছে, তা থেকে সরকারের যা আয় হয়, সেখান থেকে সাড়ে ৭ ভাগ ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট সার্ভিস পায়। যার প্রধান বাংলাদেশে সালমান এফ রহমান এবং আমেরিকায় হলেন জয়। এটা সত্য কি না, সরকারের উচিত তা প্রকাশ করা।

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে জাফরুল্লাহ চৌধুরী বলেন, দেশে প্রায় ৪০ লাখ শিক্ষিত যুবক-যুবতি রয়েছেন। আজ দেশে সুশাসন প্রতিষ্ঠা হলে এদের প্রত্যেকেরই চাকরি হবে। বাংলাদেশের আয় কত হতে পারে আপনাদের ধারণা নেই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে