নিউজ ডেস্ক : দেশের বর্ষীয়ান রাজনীতিবীদ, সাবেক মন্ত্রী এবং বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আরএ গনি মারা গেছেন(ইন্নি লিল্লাহি ওয়া ইন্নে লিল্লাহি রাজিউন)।
দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিতসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। ৯১ বছর বয়সে তিনি বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১৫মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ড. আরএ গণির ব্যক্তিগত সহকারী লেলিন সংবাদ মাধ্যমকে জানান, রাত সোয়া ১২টায় স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। রাতে মরদেহের গোসল শেষে স্কয়ার হাসপাতালে রাখা হবে।
লেলিন আরো জানান, বাদ জুমা ধানমন্ডি ঈদগাহ জামে মসজিদে তার জানাজা এবং বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
বিএনপির এই জ্যেষ্ঠ নেতার মুত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন আত্নার মাগফিরাত কামনা করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
১৫ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি