রবিবার, ০৬ ফেব্রুয়ারী, ২০২২, ০৯:১২:৩৪

নয়াপল্টনে ছাত্রদল-পুলিশ সংঘর্ষ, আটক বিএনপির যে নেতা

নয়াপল্টনে ছাত্রদল-পুলিশ সংঘর্ষ, আটক বিএনপির যে নেতা

এমটি নিউজ ডেস্ক : বিক্ষোভ মিছিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে ছাত্রদল নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে। রবিবার সন্ধ্যা ৬টার পর এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলম মজনুকে আটক করেছে পুলিশ। পল্টন থানার ওসি সালাহউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান বলেন, রাজধানীর রূপনগর থানায় ছাত্রদলের কর্মী সভায় স্থানীয় ছাত্রলীগ-আওয়ামী লীগ নেতাকর্মী ও পুলিশ হামলা করে। এ ঘটনার প্রতিবাদে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নাইটিংগেল মোড়ের কাছে গেলে পুলিশ বাধা দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পুলিশ বাধা দিলে ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ কয়েক রাউন্ড ফাঁকি গুলি ছোড়ে। ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করে পুলিশ।

পল্টন থানার ওসি সালাহউদ্দিন বলেন, ছাত্রদল কর্মীরা আকস্মিভাবে পুলিশের ওপর হামলা চালায়। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় ৮-১০ জনকে আটক করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে