এমটি নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে উন্নয়নকাজ অব্যাহত রয়েছে তা বিশ্বের অনেক দেশ পারেনি। বর্তমান সরকারের আমলে দেশ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ বলেছেন, `প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিভিন্ন উন্নয়ন সূচকে বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল। শেখ হাসিনার সাহনী নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ এখন স্বপ্ন নয়, বাস্তবে রূপ নিয়েছে। বিশ্বনেতারা শেখ হাসিনার কাছে উন্নয়নের জাদু কি, তা জানতে চান। শেখ হাসিনা বিশ্বনেতাদের জানান, তাঁর উন্নয়নের জাদু দেশ প্রেম।’
রোববার (৬ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহীদ এম. মুনসুর আলী অডিটরিয়ামে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।