এমটি নিউজ ডেস্ক : উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার সপ্তম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট শেষে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এ প্রতিক্রিয়া জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
এদিন চট্টগ্রামের সাতকানিয়ার নলুয়া ও বাজালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নির্বাচন কমিশন জীবনহানি আশা করে না। কিন্তু এরপরও অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটে গেছে। তবে ওভারঅল নির্বাচন ভালো হয়েছে। উৎসব মুখর পরিবেশে ভোট হয়েছে।
আগামী ১৪ ফেব্রুয়ারি বর্তমান ইসির মেয়াদ শেষ হওয়ার আগে স্থানীয় সরকারের শেষ নির্বাচনে চার হাজার একশর মতো ইউপির ভোট হয়েছে। আরও ৮ ইউপির ভোট হবে ১০ ফেব্রুয়ারি।