বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২, ০৮:৫৫:০৪

ভরিতে যত বাড়ল সোনার দাম

ভরিতে যত বাড়ল সোনার দাম

এমটি নিউজ ডেস্ক : সোনার দাম আবারো বাড়ল দেশের বাজারে। সোনার দাম প্রতি ভরিতে ১ হাজার ৮৬৬ টাকা বেড়েছে। এতে ২২ ক্যারেটের সোনার ভরি ৭৫ হাজার টাকায় পৌঁছেছে। সোনার নতুন দাম আগামীকাল বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বাজারে কার্যকর হবে।

বুধবার (০৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান এম. এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২ ক্যারেটের ভরির দাম পড়বে ৭৪ হাজার ৯৯৯ দশমিক ৫২ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ৭১ হাজার ৬৭৫ দশমিক ২৮ টাকা, ১৮ ক্যারেটের ভরি ৬১ হাজার ৮১৯ দশমিক ২০ টাকা ও সনাতন পদ্ধতিতে ৫১ হাজার ২০৪ দশমিক ৯৬ টাকায়।

বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা যায়, বুধবার পর্যন্ত ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে ৭৩ হাজার ১৩৩ টাকা। এখন ভরিতে দাম বাড়ানো হয়েছে ১ হাজার ৮৬৬ দশমিক ৫২ টাকা। সোনার দাম বাড়লেও রূপার দাম অপরিবর্তিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে