বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২, ১১:০৬:৫৬

স্বাস্থ্য পরীক্ষা করা হলো ওসি প্রদীপ ও লিয়াকতের

 স্বাস্থ্য পরীক্ষা করা হলো ওসি প্রদীপ ও লিয়াকতের

এমটি নিউজ ডেস্ক : অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি টেকনাফ থানার বরখাস্ত হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাস ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলীকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের আনা হয়েছে। সেখানে তাদের রাখা হয়েছে কনডেম সেলে।

হাই সিউকিউরিটি কারাগারের জেল সুপার মো. গিয়াস উদ্দিন জানান, পুলিশ প্রিজনভ্যানে করে গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে ওসি প্রদীপ ও লিয়াকতকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আনা হয়। কারাগারে আনার পর তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। দুজনই সুস্থ আছেন। তাদের কনডেম সেলে রাখা হয়েছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে