এমটি নিউজ ডেস্ক : নির্বাচন কমিশন (ইসি) গঠনে সার্চ কমিটির কাছে নামের তালিকা জমা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। রাশেদ খান মেননের নেতৃত্বাধীন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। শুক্রবার দুপুর সাড়ে ১২টার পর সচিবালয়ে দলটির তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ নামের তালিকা জমা দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান। আওয়ামী লীগের নেতারা এর আগে বলেছিলেন, বিতর্কমুক্ত ও দলীয় পরিচয় নেই এমন ব্যক্তিদের মধ্য থেকে ১০ জনের নামের তালিকা তৈরি করা হবে। নামের তালিকা তৈরির ক্ষেত্রে ক্লিন ইমেজকে গুরুত্ব দেওয়া হবে। এরআগে গত ৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর যে সভা অনুষ্ঠিত হয়, সেখানে সার্চ কমিটির কাছে কাদের নাম দেওয়া হবে সে বিষয়ে আলোচনা হয়।
অন্যদিকে, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য কামরুল আহসান পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনার নিয়োগের জন্য রাষ্ট্রপতি নিয়োজিত অনুসন্ধান কমিটির কাছে ১০ জনের নাম পাঠিয়েছে ওয়ার্কার্স পার্টি। গতকাল ১০ ফেব্রুয়ারি দুপুরে পার্টির পক্ষ থেকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জীবন বৃত্তান্তসহ নামের ফর্দ পৌঁছে দেওয়া হয়। তাছাড়া ই-মেইলেও ওই সব নাম ও জীবন বৃত্তান্ত পাঠানো হয়।